নিজেকে নির্দোষ দাবি মেয়র নাছিরের


প্রকাশিত: ০৬:৩৬ এএম, ০৭ জুলাই ২০১৫

ছাত্রলীগ নেতা হত্যা চেষ্টা মামলায় নিজেদেরকে নির্দোষ দাবি করলেন মেয়র আ জ ম নাছির ও সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। মঙ্গলবার বিচারাধীন এ মামলায় আদালতে হাজির হন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন ও ফেনীর সাংসদ নিজাম হাজারীসহ সাত আসামি।

মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এস এম নূরুল হুদার আদালতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় রাষ্ট্রপক্ষের পরীক্ষার সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।

মামলায় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট অনুপম চক্রবর্তী বলেন, মেয়র-সাংসদসহ সবাই আদালতে হাজির ছিলেন। রাষ্ট্রপক্ষ তাদের পরীক্ষা করে কোন বক্তব্য আছে কি না জানতে চেয়েছেন। সব আসামি নিজেদের নির্দোষ দাবি করেছেন।
এরপর আদালত ১৪ জুলাই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সময় নির্ধারণ করেন বলে জানান অনুপম।

১৯৯৩ সালের ২৪ জানুয়ারি নগরীর লালদীঘি ময়দানে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় মারামারির ঘটনায় তৎকালীন ছাত্রলীগ নেতা সুফিয়ান সিদ্দিকী মামলাটি দায়ের করেছিলেন।

মামলার আসামি হিসেবে মেয়র ছাড়াও আছেন আওয়ামী লীগ দলীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারী, চসিকের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনীসহ সাতজন। আসামিরা বর্তমানে জামিনে আছেন।  

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।