পারমিতাকে নিয়ে তৌকিরের বাল্যশিক্ষা (দেখুন ছবিতে)


প্রকাশিত: ০৮:২০ এএম, ১৪ জুলাই ২০১৫

কলকাতার মেয়ে রোজা পারমিতা। পরিচিতি আছে নামী মডেল হিসেবে। অভিনয়েও তিনি মেধার পরিচয় দিয়েছেন। সম্প্রতি কাজ করছেন রাজ চক্রবর্তীর ‘কাঠমান্ডু’ ছবিতে। এটি চলতি বছরেই মুক্তি পাবে।

জানা গেছে, কলকাতায় বেড়ে উঠলেও রোজা বাংলাদেশেরই মেয়ে। অভিনেত্রী শিল্পী সরকার অপুর ছোট বোনের মেয়ে তিনি। এর আগে সেই ছোট্টবেলায় নরেশ ভূঁইয়ার পরিচালনায় এদেশের একটি নাটকে অভিনয় করেছিলেন। আবারো বাংলাদেশ ঘুরে গেলেন।



এই ফাঁকে পারমিতাকে নিয়ে দর্শকনন্দিত অভিনেতা তৌকির আহমেদ নির্মাণ করলেন ‘বাল্যশিক্ষা’ নামের একটি টেলিছবি। পরিচালনার পাশাপাশি পারমিতার সাথে এখানে অভিনয়ও করেছেন তৌকির।

টেলিছবিটির চিত্রনাট্যকার পলাশ মাহবুব জাগো নিউজকে এর গল্প সম্পর্কে বলতে গিয়ে জানান, ‘পুরো গল্পটা এখনই বলতে চাই না। এটা দর্শকের জন্য সারপ্রাইজ হিসেবে রইল। শুদু বলবো প্রতিনিয়ত মানুষের জীবনের যে যাপিত লড়াই তারই গল্প বলার চেষ্টা করেছি। এই গল্প আমাদের সবার জানা, এর চরিত্ররাও খুব পরিচিত। এর নাম বাল্যশিক্ষা রাখা হয়েছে রুপক অর্থে। আশা করছি দর্শকদের ভালো লাগবে টেলিছবিটি।’



এদিকে তৌকির আহমেদ জানালেন, টেলিছবিতে পরমিতা ও তিনি ছাড়াও অভিনয় করেছেন এ কে আজাদ সেতু, হিমি হাফিজ, সৈকত আশিষ প্রমুখ। গাজীপুরের রাজেন্দ্রপুরে নক্ষত্রবাড়িতে টেলিছবিটির শুটিং হয়েছে।



তিনি আরো জানালেন, আসছে রোজা ঈদের দিন বিকেল ৩টায় ‘বাল্যশিক্ষা’ প্রচার হবে এসএ টিভিতে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।