দল নাকি দুর্নীতিবাজ দলপ্রধান বড় : বিএনপিকে হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতা কর্মীরা বলছেন তারা চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবেন না। এটা হলে আপনারা ভুল করবেন। নির্বাচনে আসুন, নিজেদের জনপ্রিয়তা আছে কি না যাচাই করুন। আপনারাই সিদ্ধান্ত নেবেন যে, আপনাদের দল বড় নাকি দুর্নীতিগ্রস্থ দলপ্রধান বড়।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘অমর ২১ শে, বর্তমান প্রেক্ষাপট-চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলা নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্ত না ছড়িয়ে আইনিভাবে মোকাবেলার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, এটা দিবালোকের ন্যায় স্পস্ট খালেদা জিয়ার স্বাক্ষরেই জিয়া অরফারেন্স ট্রাস্টের টাকা উত্তোলন করা হয়েছে। এটা নিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এতে তারা সফল হবে না। খালেদা জিয়ার দুর্নীতির মামলা নিয়ে বিএনপির নেতাকর্মীরা মায়া কান্না করলেও বিশ্ব সম্প্রদায় মায়া কান্না দেখায়নি।

তিনি বলেন, খালেদা জিয়া মেট্রিকে উর্দুতে পাস করলেও বাংলাতে ফেল করেছিলেন। তিনি উর্দুকে ভালোবাসতেন। তাই তিনি উর্দুতে পাস করেছেন। ভাষা দিবসে খালেদা জিয়াকে নিয়ে বিএনপি নেতাদের ভারাক্রান্ত হওয়া কিছু নেই।

আগামী নির্বাচন বর্জন করলে বিএনপির আত্মহনন প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও মন্তব্য করেন এ আওয়ামী লীগ নেতা।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রধান উপদেষ্টা লায়ন চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক সংসদ সদস্য ও জোটের উপদেষ্টা সারাহ বেগম কবরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

এএস/আরএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।