চোরাবালিতে আটকে গেছে সরকার : নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘মিথ্যা, সাজানো ও বানোয়াট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালোদা জিয়াকে সাজা দিয়ে চোরাবালিতে আটকে গেছে সরকার।’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় এক সমাবেশে তিনি এ কথা বলেন। নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ সমাবেশের আয়োজন করে।

নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়াকে প্রতিহিংসামূলকভাবে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে সরকার। আর এখন জামিনে বাধা দিয়ে সরকার চোরাবালির আরও গভীরে পৌঁছেছে।’

তিনি বলেন, ‘খুনের মামলায় সাজাপ্রাপ্ত ও দুর্নীতির দায়ে অভিযুক্তরা জামিন পেলেও খালেদা জিয়াকে জামিন দেয়া হচ্ছে না। অনেক খুনের আসামির আপিল গ্রহণের সঙ্গেসঙ্গেই জামিন হচ্ছে কিন্তু খালেদা জিয়ার জামিনের ক্ষেত্রে অহেতুক নথির কথা বলা হচ্ছে।’

বিএনপির এ নীতিনির্ধারক বলেন, ‘বিগত দিনে সেনা সরকারের সময় শুধু খালেদা জিয়া নয় বর্তমান প্রধানমন্ত্রী ও তার দলের অনেক নেতার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছিল। তাদের মামলা প্রত্যাহার করা হলেও খালেদা জিয়া ও তারেক রহমানের মামলাগুলো সচল রাখা হয়েছে শুধু রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে।’

নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক-এগারোর সরকার ১৫টি মামলা করে। তিনি যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তখন তার মাথার ওপর দুর্নীতির ১৫টি মামলা ছিল। কিন্তু সেগুলোকে আদালতের মাধ্যমে প্রত্যাহার করে নেয়া হয়েছে। আজকে দুই কোটি টাকার জন্য খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হলে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির জন্য কত বছর জেল হবে? শেয়ারবাজার, হলমার্ক, বিছমিল্লাহ গ্রুপের কেলেঙ্কারির জন্য কতবছর সাজা হবে? বিচারের হাত থেকে বাছার জন্যই এসব লুটেরা দুর্নীতিবাজরা চায় বর্তমান সরকার আবারও ক্ষমতায় থাকুক।’

বিএনপির এ নেতা বলেন, ‘খালেদা জিয়া সরকারে সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করেন, গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন তাই বর্তমান সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি।’

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের এবং জনতা পার্টির সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, ‘আপনারা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা আপনাদের দলে যোগে দেবেন। কই আজ আপনারা? বিএনপির কয়জন সিনিয়র নেতা বা কর্মী আপনাদের দলে যোগ দিয়েছে? আমি স্পষ্ট করে বলতে চাই খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ।

আয়োজক সংগঠনের সভাপতি জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে নার্সেস সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

এমএম/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।