লেক শাদে বোকো হারামের বিরুদ্ধে অভিযানকালে শতাধিক জঙ্গি নিহত


প্রকাশিত: ১২:৫১ পিএম, ৩১ জুলাই ২০১৫

লেক শাদ দ্বীপপুঞ্জে বোকো হারাম জিহাদিদের বিরুদ্ধে সামরিক অভিযানে কমপক্ষে ১শ’ জঙ্গি নিহত হয়েছে। এক সপ্তাহ আগে তাদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। শুক্রবার শাদের সামরিক বাহিনীর এক বিবৃতিতে একথা বলা হয়।

বিবৃতিতে সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল আজিম বার্মেন্দোয় আগুনা বলেন, ‘সেখানে ওই সামরিক অভিযানে ১১৭ সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়াও এ অভিযান চলাকালে শাদের দুই সৈন্য নিহত ও অপর দু’জন আহত হয়।’

তিনি আরো জানান, সেখানে সামরিক অভিযান অব্যাহত রয়েছে। তবে নিরপেক্ষ কোনো সূত্রের মাধ্যমে তাৎক্ষণিকভাবে নিহতের এ সংখ্যা নিশ্চিত করা যায়নি।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।