ভোটার স্লিপ বিতরণ শুরু করেছেন সরকারদলীয় প্রার্থীরা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারদলীয় প্রার্থীর পক্ষে ভোটার স্লিপ বিতরণ শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় সরকারদলীয় প্রার্থীর সমর্থনে স্থাপিত নির্বাচনী ক্যাম্প থেকে ভোটারদের মাঝে এ স্লিপ বিতরণ করা হচ্ছে।
এছাড়া ভোটারদের নাম, ভোটার নম্বর ও কেন্দ্র উল্লেখ করে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছেন দলীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে ঢাকা-৮ আসনের প্রার্থী রাশেদ খান মেননের পক্ষে একটি নির্বাচনী ক্যাম্প থেকে ভোটার স্লিপ বিতরণ করছিলেন কয়েকজন কর্মী।
তারা জানালেন, কেউ তাদের ভোটার নম্বর ও কেন্দ্র কোথায় জিজ্ঞাসা করলে তা তারা জানিয়ে দিচ্ছেন। তবে তারা ভোটার তালিকা থেকে নাম-ঠিকানা অনুসারে স্লিপ তৈরি করে বাসায় বাসায় পাঠানোর প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন।
এদিকে প্রচার-প্রচারণা ও নির্বাচনে অংশগ্রহণের জন্য সরকারদলীয় প্রার্থী ও তাদের নেতাকর্মীরা পুরোপুরি প্রস্তুত হলেও সে তুলনায় পিছিয়ে আছেন বিএনপিসহ ঐক্যফ্রন্টের প্রার্থীরা।
প্রচারণা শুরু হওয়ার প্রথম দু-একদিন পোস্টার, ব্যানার, মাইকিং দেখা গেলেও এরপর থেকেই তাদের কার্য়ক্রম চোখে পড়ছে না। নির্বাচনী ক্যাম্পও চোখে পড়ছে না।
ঐক্যফ্রন্ট প্রার্থীদের অভিযোগ, একদিকে পুলিশের গ্রেফতার ও হয়রানি অন্যদিকে সরকারদলীয় প্রার্থীর নেতাকর্মীদের হুমকি-ধমকিতে কেউ মাঠে নামতে চাইছেন না। ঐক্যফ্রন্ট নেতারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎকালেও এমন অভিযোগ করেন।
এমইউ/বিএ