বিএনপির পুনর্গঠন কার্যক্রম স্থগিত ২৫ জুন পর্যন্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ২২ মে ২০২০

দলের পুনর্গঠন কার্যক্রম আগামী ২৫ জুন পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসিচব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মর্মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দেশব্যাপী সকল পর্যায়ে চলমান কমিটি গঠন ও পুনর্গঠন কার্যক্রম আগামী ২৫ মে পর্যন্ত স্থগিত রাখার কথা ছিল। কিন্তু করোনা মহামারি ব্যাপক বিস্তারের কারণে এই স্থগিতাদেশ ২৫ জুন ২০২০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল রাত ১১টায় রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক ‘জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে’ জানানো হয় যে, বিএনপির পুনর্গঠন কার্যক্রম স্থগিতের সময়সীমা আগামী ২৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে এ কার্যক্রম গত ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত ছিল।

কেএইচ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।