প্রয়াত সাহারা খাতুনকে নিয়ে যা বললেন সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ২৫ জুলাই ২০২০

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্র এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মরহুম সাহারা খাতুনকে দেখেছি, আমার মায়ের পাশে থেকে অক্লান্ত, নিঃস্বার্থভাবে কাজ করে যেতে।’

সোহেল তাজ তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে শুক্রবার (২৪ জুলাই) রাতে দেয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন। সেখানে সাহারা খাতুনের সঙ্গে তার ব্যক্তিগত একটি ছবিও পোস্ট করেছেন।

তিনি লিখেছেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করার পর আমার মা সৈয়দা জোহরা তাজউদ্দীন যখন আওয়ামী লীগের হাল ধরলেন এবং বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়িয়েছেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য। তখন আমি সাহারা খালাম্মাকে দেখেছি আমার মায়ের পাশে থেকে অক্লান্ত, নিঃস্বার্থভাবে কাজ করে যেতে।’

sahara.jpg

তাজ বলেন, ‘আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করি, তিনি আমাকে তখন সবসময় মায়ের মমতা আর স্নেহ দিয়ে আগলে রেখেছিলেন। আমি সাহারা খালাম্মাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, মহান আল্লাহ যেন ওনাকে বেহেস্ত নসিব করেন।’

এর আগে, গত ৯ জুলাই রাতে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। ১১ জুলাই রাজধানীর তেজকুনি পাড়া ও বনানীতে দুই দফা জানাজা শেষে মায়ের কবরেই দাফন সম্পন্ন করা হয় তার।

এফএইচ/এফআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।