আ.লীগ নেতা হুমায়ুনের পরিবারের ৭ জনের করোনা, দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৭ পিএম, ০৯ ডিসেম্বর ২০২০

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের পরিবারের সাতজন সদস্য করোনায় সংক্রমিত হয়েছেন। তাদের রোগমুক্তি কামনায় বুধবার (৯ ডিসেম্বর) রাতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংগঠনটির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

এই মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি।

jagonews24

তিনি বলেন, করোনার এই সময়ে সচেতনভাবে সাংগঠনিক কার্যক্রম চালু রেখেছেন হুমায়ুন কবির। সমাজের দরিদ্র পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। আজ তার স্ত্রীসহ পরিবারের সাতজন সদস্য করোনায় সংক্রমিত হয়েছেন। তিনি নিজেও হোম কোয়ারেন্টাইনে আছেন। তাই হুমায়ুন কবিরের পরিবারের জন্য সবার কাছে দোয়া চাই।

jagonews24

দোয়া অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এবং ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এমএমএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।