করোনায় বিএনপি নেতা মনসুর আলীর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১
ছবি : সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব এম মনসুর আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত ভোরে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

সেলিম বলেন, গোপালগঞ্জ জেলা বিএনপির চার বারের সাধারণ সম্পাদক (সাবেক) ও বর্তমান জেলা বিএনপির সদস্য সচিব এম মনসুর আলী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ইন্তেকাল করেছেন।

তার মৃত্যুতে গোপালগঞ্জ জেলা বিএনপি এবং সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

কেএইচ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।