করোনায় আক্রান্ত বরকত উল্লাহ বুলু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১
ছবি : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কয়েক দিন ধরে তিনি সর্দি-কাশিতে ভুগছিলেন। তার শরীরেও করোনার কিছু উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করতে দেন। এতে তার রিপোর্ট পজেটিভ আসে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বরকত উল্লাহ বুলুর ছেলে ওমর শরীফ মো. ইমরান সানিয়াত এ তথ্য নিশ্চিত করেছেন।

ওমর শরীফ মো. ইমরান সানিয়াত বলেন, ‘বৃহস্পতিবার বাবার করোনা পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ঢাকাতেই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।’

এদিকে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শুক্রবার নোয়াখালীতে বিএনপির সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল। করোনা পজেটিভ আসায় তিনি দলীয় কর্মসূচিতে যোগ দিতে পারেননি।

কেএইচ/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।