১৭ ও ২১ আগস্টে গ্রেনেড হামলার পেছনে একই কুশীলব: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০০ পিএম, ২৬ আগস্ট ২০২২
বক্তৃতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭ আগস্ট সারা দেশে ও ২১ আগস্ট শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার পেছনের কুশীলব একই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মন্ত্রী বলেন, ‘এর পেছনে যারা জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি কার্যকর করা হবে।’

শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রলীগের আয়োজনে ১৭ ও ২১ আগস্টে গ্রেনেড হামলা ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

jagonews24

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘গ্রেনেড হামলার নারকীয় দৃশ্য আমাদের দেখতে হয়েছে। ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় একযোগে গ্রেনেড হামলার ঘটনা আপনারা দেখেছেন। মুফতি হান্নান গোপালগঞ্জে বোমা দিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে উড়িয়ে দিতে চেয়েছিল। এসব ঘটনার পেছনের বিষয় যদি খুঁজতে থাকেন, সবকটির কুশীলব- সবই এক।’

পেছনে থেকে যারা ষড়যন্ত্র করেছে, তাদের খুঁজে বের করা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেন এই হত্যাকাণ্ড, কারা ষড়যন্ত্র করেছিল, কারা সুবিধাভোগী হয়েছে, কারা লাভবান হয়েছে- এসব বিষয় খুঁজে দেখা হচ্ছে। আমরা তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবো। বিচারের মুখোমুখি করা হবে তাদের।’

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘২০৪১ সালকে লক্ষ্য হিসেবে নিয়ে নতুন প্রজন্মকে কাজ করতে হবে। তাদের মেধা আরও বিকশিত করতে হবে, শক্তিশালী হতে হবে। আজকে যারা ছাত্রলীগকে নেতৃত্ব দিচ্ছে, তারা এ কাজটি করতে পারবে বলে মনে করি।’

টিটি/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।