সোমবার অলির বাসায় বিএনপির সংলাপ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ০২ অক্টোবর ২০২২
ফাইল ছবি

সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের জন্য দ্বিতীয় দফায় রাজনৈতিক মিত্রদের সঙ্গে সংলাপ শুরু করেছে বিএনপি। সোমবার (৩ অক্টোবর) সংলাপের দ্বিতীয় দিনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় পার্টির (একাংশ) নেতাদের সঙ্গে বসবে দলটি।

এতদিন অন্য দলের নেতাদের কিংবা বিএনপির কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হলেও, এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ, বীর বিক্রমের ক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন। সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর মহাখালী ডিওএইচএসে অলি আহমদের বাসায় সংলাপে বসবেন বিএনপি নেতারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সংলাপে এলডিপি প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির পক্ষে অংশ নেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শায়রুল কবির আরও জানান, সোমবার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন প্রতিনিধিদল, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের প্রতিনিধিদলের সঙ্গে সংলাপে বসবে।

এদিকে বিকেল সাড়ে ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাজশাহী, রংপুর ও কুমিল্লা বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন কেন্দ্রীয় কমিটির নেতারা।

সূত্রমতে, সরকার পতনের আন্দোলন চূড়ান্ত করতেই এ মতবিনিময়ের আয়োজন। তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে।

কেএইচ/এসএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।