দেশে কেরামতির নির্বাচন চালু হয়েছে


প্রকাশিত: ১১:৩৪ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন,  ৫ জানুয়ারির মতো কেরামতির নির্বাচন চালু হয়েছে দেশে। জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এই ধরনের নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে।

আজ শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে ড. কামাল হোসেন এসব কথা বলেন।

ড. কামাল হোসেন অভিযোগ করেন, পদ্মা সেতু, হলমার্ক, বেসিক ব্যাংক কেলেঙ্কারির সঠিক বিচার হচ্ছে না।

তিনি বলেন, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন বজায় রাখতে ও সুস্থ রাজনীতি প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার সুফল কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেয়ার জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

সভায় উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, আ ও ম শফিকউল্লাহ মোস্তাক আহমদ, সাইদুর রহমান, ফরিদা ইয়াসমিন প্রমুখ।

এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।