এবার রবীন্দ্র সংগীত গাইলেন কনা


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

আধুনিক গানের বাইরে এর আগে নজরুলসংগীত গেয়েছেন কনা। শৈশবে রবীন্দ্রনাথ ও নজরুলের গান শিখেছেন। এবার চলচ্চিত্রের জন্য রবীন্দ্রসংগীত গাইলেন এই শ্রোতানন্দিত কণ্ঠশিল্পী।

তপন আহমেদ পরিচালিত দেশের প্রথম অ্যানিমেটেড চলচ্চিত্র ‘ডিটেক্টিভ’ ছবিতে থাকবে গানটি। সেখানে ইমন সাহার সুর-সংগীতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভালোবাসি ভালোবাসি’ গানটি গেয়েছেন কনা।

কনা বলেন, ‘ছোটবেলায় রবীন্দ্রসংগীত শিখেছি। মঞ্চে টুকটাক গেয়েওছি। কিন্তু কবিগুরুর গান কখনও রেকর্ড করা হয়নি। এবারই প্রথম শ্রোতারা আমার কণ্ঠে রবীন্দ্রনাথের গান শুনবেন। বেশ উত্তেজনা কাজ করছে।’

এদিকে ‘ডিটেক্টিভ’ ছবিটির চিত্রনাট্য লিখেছেন তারিক আনাম খান। প্রযোজনয় থাকছে জাজ মাল্টিমিডিয়া। ছবিটি মুক্তি পাবে ২০১৬ সালের মাঝামাঝি সময়ে। জানা যায়, কিছুদিনে মধ্যেই মধ্যে এটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।

এনই/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।