তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জেডআরএফের সহায়তা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:২১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক হতাহত ও মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার তুরস্ক দূতাবাসে গিয়ে শীতবস্ত্র হিসেবে কয়েকশ কম্বল হস্তান্তর করেন জেডআরএফের কর্মকর্তারা।

এ সময় জেডআরএফ প্রেসিডেন্ট তারেক রহমান ও নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনার এক চিঠিতে তুরস্কে ভূমিকম্পে নিহতদের জন্য শোক প্রকাশ করেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন ও সমবেদনা জানান তারা।

জেডআরএফের কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দা তাজনীন ওয়ারেস সিমকী, আবদুল করিম ও মাহবুব আলম ত্রাণসামগ্রী পৌঁছে দেন। সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানা। তুরস্ক দূতাবাসের এক কর্মকর্তা এসব ত্রাণসামগ্রী গ্রহণ করেন।

কেএইচ/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।