নয়াপল্টনে যুবদলের পদবঞ্চিত নেতাদের বিক্ষোভ

সদ্য ঘোষিত যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে সীমাহীন দুর্নীতি, পদবাণিজ্য, নিষ্ক্রিয় ও অযোগ্যদের পদায়নের অভিযোগ করেছেন পদবঞ্চিত নেতারা। পাশাপাশি ত্যাগী নেতাদের অবমূল্যায়ন ও বঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন তারা।
ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে তারা এ বিক্ষোভ করেন।
এ সময় যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। তবে আজ যুবদলের কমিটি নিয়ে মুখোমুখি অবস্থানে ছিল দুই পক্ষ। এ কারণেই পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের মধ্যে সংঘাতের আশঙ্কা করেন অনেকেই।
বিক্ষোভ সমাবেশে কমিটির বিভিন্ন অনিয়ম ও অসংগতি তুলে ধরেন পদবঞ্চিত নেতারা। আর্থিক লেনদেনের মাধ্যমে কেউ কেউ পদ পেয়েছেন দাবি করে তারা অভিযুক্ত ও সংগঠনে নিষ্ক্রিয়দের পদ বাতিলের দাবি জানান। পাশাপাশি ত্যাগী ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ কর্মীদের মূল কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।
কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিতরা নিয়মিত বিক্ষোভ মিছিল করে আসছেন। আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলি আশরাফ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, আতিকুর রহমান আতিক, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মমিন সবুজ, সাবেক সহ-সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম তিতাস, অ্যাডভোকেট মাহাতাব আলম, যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াদ হাসান উজ্জ্বল, ওমর তাহের বাবু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য শাহজাহান কবির শাহিন, সৈয়দ আবেদিন প্রিন্স, আহসান উল্লাহ তুষার, রাসেল মিয়া ও হাফিজুর রহমান শরিফ।
আরও উপস্থিত ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি তারেক উজ জামান, শোয়াইব খন্দকার, আশরাফুর রহমান বাবু, হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সোহাগ, এ বি এম মহসিন বিশ্বাস, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক মেজবাহুল আলম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কোয়েল হোসেন, রকিবুল হাসান হাওলাদার, খোরশেদ আলম, শহিদুল ইসলাম সরকার মাসুদ, শফিউল আজম, ছাত্রদলের সাবেক বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ইয়াকুব রাজু, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-তথ্য ও গবেষণা সম্পাদক খন্দকার রিয়াজ।
সাবেক সহ-ক্রীড়া সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান কাজল, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু জাফর রিপন, সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট মশিউর রহমান রিয়াদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য নাজমুল হাই রায়হান, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফজলুল হক, যুবদলের অ্যাডভোকেট সিরাজুল ইসলাম শাহজাহান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবাদুল হক পারভেজ, কাকন খন্দকার, যুবদলের রাসেল দেওয়ান, আলামিন সিকদার, মুক্তার হোসেন, সাইফুল ইসলাম সুমন, এইচ এম বাদশা, সিরাজুল ইসলাম প্রমুখ।
কেএইচ/কেএসআর/জেআইএম