যারা শেখ হাসিনার নির্দেশনা মানে না তারা দলের প্রতিপক্ষ: নাছির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:২১ এএম, ২৩ মার্চ ২০২৩

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আমরা যারা দলের পদ-পদবিধারী, তাদের সাংগঠনিক নির্দেশনা, নীতি-আদর্শগুলো অবশ্যই মেনে চলতে হবে। আমাদের সবার একমাত্র নেতা হচ্ছেন কেন্দ্রীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা কেউ তার সিদ্ধান্ত ও কথার বাইরে যেতে পারি না।

তিনি বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যক্রমও দলীয় নির্দেশনা মোতাবেক হচ্ছে। যারা এতে প্রকাশ্যে ভিন্নমত পোষণ করে পত্রপত্রিকায় বিবৃতি দিয়ে, মোবাইলে স্ট্যাটাস দিয়ে নির্লজ্জ মন্তব্য করেন, তারা সত্যিকার অর্থে দলের প্রতিপক্ষ। এদের বিরুদ্ধে সব স্তরের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

বুধবার (২২ মার্চ) বিকেলে নগরীর মোহরায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যুদ্ধাকালীন কমান্ডার মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সেকান্দর হায়াত খানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সাবেক সিটি মেয়র নাছির বলেন, আমরা সবাই শেখ হাসিনার কর্মী। আমরা কেউ তার সিদ্ধান্ত ও কথার বাইরে যেতে পারি না। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সব কার্যক্রম এবং ওয়ার্ড ও থানা পর্যায়ের সম্মেলনগুলো মহানগর আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের তত্ত্বাবধানে সম্পন্ন হতে চলেছে। কেউ কেউ এই কার্যক্রমের ধারাবাহিকতার ক্ষেত্রে নানা ধরনের ব্যত্যয় ঘটাতে চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, মহানগর আওয়ামী লীগ সম্পূর্ণ গণতান্ত্রিক ও বৈধ পন্থায় সাংগঠনিক কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। কেউ যদি একে প্রশ্নবিদ্ধ করতে চায় তাহলে তিনি সত্যিকার অর্থেই দলীয় স্বার্থকে উপেক্ষা করে ব্যক্তি স্বার্থকেই বড় করে দেখছেন এবং কেন্দ্রের নির্দেশনা ও সাংগঠনিক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন।

তিনি প্রয়াত নেতা সেকান্দার হায়াত খাঁনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, তার মতো ত্যাগী নেতা ও নিবেদিত প্রাণ রাজনীতিকের শূন্যতা কখনো পূরণ হবে না। তিনি একজন সৎ ও সাহসী মানুষের প্রতিচ্ছবি। তিনি আমাদের কাছে অবশ্যই চিরস্মরণীয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সভায় আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ নঈম উদ্দিন চৌধুরী, আলহাজ খোরশেদ আলম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম ফারুক, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মোঃ হোসেন, মহিলা সম্পাদিকা জোবাইরা নার্গিস খান, নির্বাহী সদস্য সাইফুদ্দীন খালেদ বাহার, হাজী বেলাল হাজী বেলাল আহমদ, থানা আওয়ামী লীগের রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের নুর মোহাম্মদ নুরু, নাজিম উদ্দীন চৌধুরী, মো. জামাল উদ্দীন, জসিম উদ্দীন, সাইফুদ্দিন খালেদ সাইফু, খালেদ হোসেন খান মাসুক, মরহুমের সন্তান আশেক রসূল খান বাবু, ইউনিট আওয়ামী লীগের মো. নাসির উদ্দীন, শফিউল আজম খান, মো. আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

ইকবাল হোসেন/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।