জনগণের জীবন নরকে পরিণত হয়েছে: অলি
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ বলেছেন, ‘নিত্যপণ্যের মূল্য ক্রয়সীমার ঊর্ধ্বে হওয়ার কারণে অনেকে অর্ধাহারে-অনাহারে জীবন পার করছে। এতে জনগণের জীবন নরকে পরিণত হয়েছে। ঘরে-বাইরে কোথাও শান্তি নেই। এ অবস্থা আর কতদিন চলবে? জনগণের আর যাওয়ার কোনো জায়গা নেই। দুঃখ-দুর্দশা লাঘবের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।’
শনিবার (১ এপ্রিল) রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) আয়োজিত অবস্থান কর্মসূচিতে অলি আহমদ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জেলা ও উপজেলায় ছাত্রলীগ এবং যুবলীগের অস্ত্রের মহড়া দৃশ্যমান। প্রতিনিয়ত ব্যাংকের টাকা পাচার ও আত্মসাৎ হচ্ছে। কোনো কার্যকরী ব্যবস্থা নেই। অন্যদিকে বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হয়রানি ও নির্যাতন অব্যাহতভাবে চলছে।’
অলি বলেন, ‘অনেক সম্পাদক ও সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সর্বশেষ সাংবাদিক সামসুজ্জামানকে গ্রেফতার তারই দৃষ্টান্ত। তাই বলছি শক্তিশালী বিরোধী দল ও সংবাদ মাধ্যম গণতন্ত্রের জন্য অপরিহার্য।’
এলডিপি মহাসচিব রেদোয়ান আহমদের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন-এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, এসএম মোরশেদ, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা মাহবুবুর রহমান, মোছা. কারিমা খাতুন, যুগ্ম-মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন বিষয়ক সম্পাদক আবুল হাসেম, প্রচার সম্পাদক নিলু, ঢাকা মহানগর পশ্চিম এলডিপির সভাপতি সাহাদাত হোসেন মানিক, উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, ঢাকা মহানগর পূর্বের সাধারণ সম্পাদক অসীম ঘোষ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি মামুন, এলডিপির সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবুসহ কেন্দ্রীয় নেতারা।
কেএইচ/এমআইএইচএস/জেআইএম