সমর্থকদের জন্য মাশরাফির দুঃখ প্রকাশ


প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৬ মার্চ ২০১৬

ভারতের কাছে হেরে আবারো স্বপ্নভঙ্গ বাংলাদেশের। এশিয়া কাপের ফাইনালে আট উইকেটে হেরে গেছে টাইগাররা। ফাইনাল নিয়ে সারাদেশে ছিল তুমুল উত্তেজনা। অনেকে খেলার টিকিট সংগ্রহ করতে এসে হয়েছেন আহত আর বৃষ্টিতে ভোগান্তি তো ছিলই। তাই ম্যাচ হারের পর দেশবাসীর জন্য দুঃখ প্রকাশ করলেন বাংলাদেশ দলের মাশরাফি বিন মর্তুজা।

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের মানুষ সবাই খুব কষ্টে আছে এটা খুব স্বাভাবিক। সবাই আশা করেছিল এখানে আমরা একটা ভালো জয় উপহার দেবো। কিন্তু দুঃখজনকভাবে আমরা তা করতে পারিনি। আমাদেরও খুব খারাপ লাগছে।’

এদিন মাশরাফিদের উৎসাহ দিতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় ২৬ হাজার দর্শক। আর সারাদেশের কোটি মানুষ চোখ রেখেছেন টিভির পর্দায়। তাদের কষ্টে ব্যথিত মাশরাফি আরও বলেন, ‘ফাইনালে জিততে না পারাটা অবশ্যই আমাদের জন্য হতাশার। কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সবার কাজ রেখে খেলা দেখেছেন। অনেকে আহত হয়েছেন টিকিটের জন্য, আমাদের খুব খারাপ লাগছে।’

তবে এশিয়া কাপে হারের দুঃখ পাওয়ার পর সবাইকে ধৈর্য ধরতে বললেন মাশরাফি। আগামীতে দর্শকদের দোয়া নিয়ে ভালো কিছু উপহার দেবেন বলে অঙ্গীকার করেন তিনি।

এ প্রসঙ্গে বলেন, ‘কালকে আমাদের যেতে হচ্ছে এবং পরশু খেলা। আমি সবাইকে বলবো ধৈর্য ধরতে ইনশাল্লাহ সামনে খুব ভালো কিছু আছে। আমরা অবশ্যই চেষ্টা করবো ওইখানে (বিশ্বকাপ) গিয়ে ভালো খেলার। আমাদের জন্য সবসময়ই উনাদের দোয়া ছিল, আমাদের সঙ্গেই ছিল। আশা করি আমাদের জন্য একই দোয়া করবেন সবসময়। আর আমরাও ভালো খেলবো।’

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।