জামায়াতের অপরাধ প্রমাণে বেশিদূর যেতে হবে না


প্রকাশিত: ০৩:১৬ পিএম, ০৮ মার্চ ২০১৬

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জামায়াতে ইসলামী একটা যুদ্ধাপরাধী দল। দলগতভাবে তারা অপরাধ করেছে, ব্যক্তিগতভাবে নয়। তা প্রমাণ করার জন্য বেশিদূর যেতে হবে না। তাদের নিজস্ব পত্রিকা সংগ্রামের যে রেকর্ড, সেই রেকর্ডই যথেষ্ট বিচারের জন্য।

মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে ১৯ বীরাঙ্গনাকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশান বীরাঙ্গনাদের এই সম্মননা প্রদান করে।

বিচার বিভাগ স্বাধীন উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাকে ১৫ তারিখ স্বশরীরে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। এর মাধ্যমে আমরা প্রমাণ করতে পেরেছি আমাদের এই সরকারের আমলে এই দেশে আইন বিভাগের স্বাধীনতা আছে। আগে আইন বিভাগ অধীন ছিল, তাদের আমরা স্বাধীন করে দিতে পারছি বলেই তারা মন্ত্রীকেও বলেছে স্বশরীরে হাজির হওয়ার জন্য।

শহীদের সংখ্যা নিয়ে বির্তককারীদের বিচার করা হবে উল্লেখ করে তিনি বলেন, ঐতিহাসিক সত্য নিয়ে বির্তক হয় না। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩০ লাখ; যা ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত। এটা বের করার একটা পদ্ধতি আছে, আর্ন্তজাতিক একটা মান আছে। যারা মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠিত শক্তি নিয়ে কথা বলেন তাদের বিচার আইন করে করা হবে। স্বাধীনতার চল্লিশ বছর পর যদি যুদ্ধাপরাধীদের বিচার করতে পারি তাহলে স্বাধীনতা নিয়ে কটাক্ষকারীদের বিচার বাংলার মাটিতে করতে পারব।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক। এতে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রকীবউদ্দীন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব দেওয়ান রাশিদুল হাসান, অ্যাডভোকেট মোল্লা মো. আবু কায়সার, মুক্তিযোদ্ধা শেখ ফাতেমা আলী (বীরাঙ্গনা) এবং মুক্তিযোদ্ধা লাইলী বেগম (বীরাঙ্গনা)।
 
এমএইচ/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।