রাজধানীর রমনায় শিবিরের ঝটিকা মিছিল
মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে ও আগামীকালের (বুধবার) ডাকা হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে ছাত্র শিবির। মঙ্গলবার বেলা সোয়া ১১টা দিকে রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরীর সুধী সমাজের গলিতে এক ঝটিকা মিছিল করে তারা।
জানা যায়, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী মৃত্যুদণ্ডের আদেশ আপিল বিভাগে বহাল এ ঝটিকা মিছিল করে ছাত্র শিবির। এর এক পর্যায়ে রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করতে চাইলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে শিবিরের দুই সদস্য আহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রমনা থানা ওসি মশিউর রহমান জানান, গুলিবিদ্ধ অবস্থায় সুমন নামে একজনকে ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে। অন্য একটি হাসপাতাল থেকে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
জেইউ/আরএস/পিআর