‘চাঁদের বক্তব্য প্রত্যাহার না হলে বিএনপিকে রাস্তায় নামতে দেবো না’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেওয়া বক্তব্য প্রত্যাহার না করলে চট্টগ্রামে বিএনপিকে রাস্তায় নামতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সোমবার (২২ মে) বিকেলে নগরীর আন্দরকিল্লা মোড়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক চাঁদের দেওয়া বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। তার এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য কেবল ব্যক্তিগত কোনো বক্তব্য নয়। এটি দলীয় বক্তব্য। দলের পক্ষ থেকেই তিনি এই বক্তব্য প্রদান করেছেন। কাজেই তার এমন অপকর্মের দায় বিএনপিকে নিতে হবে।

আরও পড়ুন: চাঁদকে রাজশাহীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, কুশপুতুল দাহ
তিনি বলেন, চাঁদের এই বক্তব্য বিএনপিকে কেন্দ্রীয়ভাবে প্রত্যাহার করতে হবে। তা নাহলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কঠোর কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। চট্টগ্রামে বিএনপিকে রাস্তায় নামতে আমরা দেবো না। বিএনপি যেখানেই কর্মসূচি পালন করবে আমরা তাদের সেখানেই বাধা দেবো।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সমাবেশে সংসদ সদস্য নোমান আল মাহমুদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন আহমদ, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরীসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রতিবাদ সমাবেশ পরবর্তী বিশাল বিক্ষোভ মিছিল আন্দরকিল্লা চত্বর থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে শেয হয়।
এমডিআইএইচ/বিএ/এমএস