শিগগির সরকারের পতন ঘটাতে হবে: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হলে শিগগির এ সরকারের পতন ঘটাতে হবে।
বুধবার (২৪ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নজরুল বলেন, যতদিন স্বৈরাচারী সরকার থাকবে, ততদিন তারেক রহমান দেশে আসতে পারবেন না। আমাদের ভাইকে ফিরিয়ে আনার জন্য এ সরকারের পতন ঘটাতে হবে। যেই গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
আরও পড়ুন>> এখন পাল্টা আঘাত হানার সময়: আ জ ম নাছির
তিনি বলেন, দেশে এখন অধিকার চোর, অর্থচোর, ভোটচোর ভর করেছে।
এ বিএনপি নেতা বলেন, এখন যারা আওয়ামী লীগের পক্ষে আর্টিকেল লেখেন, তারা একুশে পদক পান। কেউ যদি বিদ্রোহী কবিতা লেখেন, ‘কারার ঐ লৌহ-কপাট...’, তবে তাদের অবস্থা খারাপ হয়ে যায়।
কেএইচ/ইএ