খালেদার মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৭ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫২ এএম, ০৮ ডিসেম্বর ২০১৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী দিন ১৭ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়ের আদালত সোমবার বিকেলে এ দিন ধার্য করেন।

এর আগে সোমবার সকালে খালেদা জিয়ার আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা এ মামলার শুনানি মুলতবি করার জন্য আবেদন করেন। ‘ন্যায়বিচার ব্যাহত হওয়ার আশঙ্কায়’ বিচারিক আদালত পরিবর্তনের জন্য হাইকোর্টে আবেদন থাকায় তিনি শুনানির এ আবেদন করেন। আদালত এ আবেদন খারিজ করে সাক্ষ্যগ্রহণের আদেশ দেন।

চলতি বছরের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।