‘এমপি-মন্ত্রী বানানোর টোপ ফেলে গরম গরম বক্তব্য দেওয়াচ্ছে সরকার’
গণঅধিকার পরিষদের ড. রেজা কিবরিয়াপন্থি নেতা ফারুক হাসান বলেছেন, ‘এক দফা দাবিতে সব বিরোধীদল যখন রাজপথে গণআন্দোলন করছে, ঠিক সেসময় সরকার কতিপয় নামধারী নেতা ও ছোট ছোট দলগুলোকে এমপি, মন্ত্রী বানানোর লোভ দেখিয়ে গরম গরম বক্তব্য দেওয়াচ্ছে। তারা দিনে সরকারের বিপক্ষে গরম গরম বক্তব্য দেয়, আর রাতের আধারে শেখ হাসিনার সঙ্গে আসন ভাগাভাগির মিশনে অংশ নেয়।’
বুধবার (১২ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির নেতৃত্বে ৩৭টি রাজনৈতিক দলের সঙ্গে সরকার পতনের এক দফা দাবির আন্দোলনে সামিল হওয়ার ঘোষণা দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
আরও পড়ুন>> গণঅধিকার পরিষদ থেকে অপসারণ, যা বললেন রেজা কিবরিয়া
এসময় জনগণের উদ্দেশে ফারুক বলেন, ‘গণঅধিকার কোনো আসন ভাগাভাগির মিশনে নেই। দলের যারা উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম করছে তাদের পেছনে আপনারা যাবেন না। তারা আপনাদের ব্যবহার করে অন্ধকারের দিকে ঠেলে দেবে।’
নুরুল হক নুর অংশের নেতাকর্মীদের দিকে ইঙ্গিত করে দলটির আরেক নেতা তারেক রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা সাইবার হ্যারাজমেন্টের (হয়রানি) শিকার হচ্ছি। আমাদের মীর জাফর, দালাল বলা হচ্ছে। যারা আমাদের এসব বলছে তাদের আজ কোনো কর্মসূচি নেই।’
আরও পড়ুন>> গণঅধিকার পরিষদের চলার গতি আরও দ্বিগুণ হয়েছে: নুর
তিনি বলেন, ‘এসময়ে এসে যারা সরকারের সঙ্গে গোপনে বন্ধুত্ব করে, সিট ভাগাভাগি করে তাদের দিয়ে সরকার পতনের আন্দোলন হবে না। নুরুল হক নুরের নাটকের আন্দোলন হবে না। গণঅধিকার পরিষদের নেতৃত্বে সত্যিকারের আন্দোলন হবে।’
এসময় দলটির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএম/ইএ/জেআইএম