চুয়াডাঙ্গা সীমান্তে তিন কিশোরকে ফেরত দিল বিএসএফ


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ২১ মার্চ ২০১৬

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে তিন বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ। পরে তাদের দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়।

সোমবার দুপুর দেড়টায় দিকে সীমান্তের ৭৬নং মেইন পিলারের কাছে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত দেয়া হয়।

ইমিগ্রেশন পুলিশের আইসি ইনচার্জ মাহবুব হাসান জানান, ২০১৫ সালের প্রথম দিকে বরিশালের বাবুগঞ্জ থানার নবগ্রাম এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে সানি হাওলাদার (১৫), কুদ্দুস ব্যাপারীর ছেলে আব্দুল আলিম (১৭), আল-মামুনের ছেলে সুভ হাসান (১১)।

পাচারকারীদের খপ্পরে পরে রাজশাহী সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে প্রবেশকালে বিএসএফ তাদের আটক করে। পরদিন বিএসএফ তাদের ভারতীয় পুলিশের কাছে দিলে পুলিশ কোর্টে সোপর্দ করে। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় কোর্ট তাদের বহরমপুর আনন্দ আশ্রমে রাখার নির্দেশ দেয়।

প্রায় ১৫ মাস আশ্রমে থাকার পর সোমবার গেদে বিএসএফ এর কোম্পানি কমান্ডার শ্রী তারা দত্ত দর্শনা সীমান্ত দিয়ে দর্শনা বিজিবি কোম্পানি কমান্ডার মো. নজরুল ইসলামের কাছে তাদের হস্তান্তর করেন। কাস্টমস ও ইমিগ্রেশন কার্যক্রম শেষে বিজিবি তিনজনকে দামুড়হুদা থানায় সোপর্দ করে।
    
সালাউদ্দিন কাজল/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।