চরম দুঃসময় অতিক্রম করছে দেশ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, বাংলাদেশ আজ এক চরম দুঃসময় অতিক্রম করছে। এভাবে কোন স্বাধীন দেশ চলতে পারে না। তিনি বলেন, বর্তমান দেশে যে সামাজিক অস্থিরতা চলছে তা অতীতে এ দেশে কখনও হয়নি।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় কমিটি আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির কাউন্সিল প্রসঙ্গ টেনে বিএপির এই নেতা বলেন, সারাদেশের মানুষের কাছে বিএনপির ষষ্ঠ কাউন্সিল বহুল প্রত্যাশিত ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই কাউন্সিলকে ঘিরে সরকার চরম বিরোধীতা করেছে। অনেক সীমাবদ্ধতার মধ্যেও কাউন্সিল সফল হয়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ব্যারিষ্টার পারভেজ আহমেদ জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
এএস/জেএইচ/পিআর