বরগুনায় আ.লীগ ২৪, বিএনপি ২
ফাইল ছবি
ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বরগুনার ৩৫টি ইউনিয়নের মধ্যে ২৪টিতে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন দুইটি ইউনিয়নে। আটটি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
বরগুনার একটি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত রয়েছেন।
এর আগে মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বানিয়াতলী ইউনিয়নে জাল ভোট দেয়ার সময় দু`পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হন।
সাইফুল ইসলাম মিরাজ/এনএফ/এবিএস