ইসলামাবাদে নওয়াজ-রুহানি বৈঠক


প্রকাশিত: ১০:৩০ এএম, ২৬ মার্চ ২০১৬

তেহরান ও ইসলামাবাদের মধ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানো হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় দুই দেশের অভিন্ন সীমান্তে সন্ত্রাসীদেরকে মোকাবেলা করার কথাও জানান। দুই দেশের নিরাপত্তা পরস্পরের সঙ্গে জড়িত এবং একে অন্যের ওপর নির্ভরশীল বলেও মন্তব্য করেন তিনি।

হাসান রুহানি বলেন, ইরানের পূর্বাঞ্চলীয় এবং পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তা জোরদার করতে আরো তৎপর হতে হবে। ইরানের চবাহার এবং পাকিস্তানের গোয়াদার সমুদ্রবন্দরের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের বিষয়ে বৈঠকে আলাপ হয়েছে।  

সংবাদ সম্মেলনে দু দেশের মধ্যে বিরাজমান ভ্রাতৃত্ব এবং বন্ধুপ্রতীম সম্পর্কের কথা উল্লেখ করেন নওয়াজ শরীফ। তিন বছরের কম সময়ের মধ্যে এ নিয়ে তৃতীয় দফা দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলো।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।