খালেদাকে আয়নায় চেহারা দেখার আহ্বান এরশাদের


প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৪

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমি বলব আয়নায় নিজের চেহারাটা একবার দেখবেন। গাইবান্ধায় আপনারা সারের জন্য ২০ কৃষককে হত্যা করেছিলেন। তাঁদের নাম লেখা আছে। আমি তাঁদের জন্য স্মৃতিসৌধ করব। সেখানে লেখা থাকবে বিএনপির দুঃশাসনের শিকার। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে ওই ঘটনার বিচার করা হবে এমন হুঁশিয়ারি দিয়ে এরশাদ বলেন, আমরা ক্ষমতায় গেলে এসবের হিসেব একদিন নেব। তখন দেশের মানুষ জানবে খুনি খালেদা না এরশাদ।

বিজয় দিবস উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন এরশাদ।

দেশে গুম-খুন হচ্ছে- এমন অভিযোগ করে প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীরা তো আমাদের খুন-গুম-হত্যা করেছিল। কিন্তু এখনতো দেশ স্বাধীন। আমাদের দেশ, আমাদের সরকার। তাহলে দেশে কেন খুন, গুম, হত্যা হচ্ছে? সেখানে কেন মায়ের বুক খালি হবে? শিক্ষাঙ্গনে কেন ছাত্র ও শিক্ষক হত্যা হবে? দেশে এখন সুশাসনের অভাব। দুঃশাসন আবার দেশে নতুন করে ফিরে এসেছে। আমরা দুঃশাসন চাই না। দুঃশাসন থেকে আমরা মুক্তি চাই।

তিনি আরও বলেন, সরকারি অফিস, আদালতে বাংলা চালু করেছে কে? আমি। রফিক-জব্বারের কথা যারা বলেন, যাঁরা মালা দিতে যান, ফুল দিতে যান, গান গেয়ে ওঠেন, তাঁরা করেননি। আমিই করেছি। যাঁরা বাংলা ভাষা ব্যবহার করবেন না তাঁদের বিরুদ্ধে শাস্তির জন্য আইন আমিই করেছিলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।