ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি অব ইউএসএর ইফতার ও দোয়া মাহফিল
ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি অব ইউএসএর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মে নিউইয়র্কের জ্যামাইকার পানসি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাসেম মাহমুদ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, সাবেক কাস্টম কমিশনার, বাংলাদেশ ইকোনোমিক কাউন্সিলের মেম্বার ও কুইন বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান আবদুল হক।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি গোলাম মোস্তফা কামাল, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি হাবিবুর রহমান হাবিব, আনোয়ারুল ইসলাম, কাজী জাহাঙ্গীর আলম, কাজী হেলাল আহমেদ, শফিউদ্দিন কামাল, জাতিসংঘে কর্মরত কাজী জহিরুল ইসলাম ও তার সহধর্মিণী মুক্তি জহির, কামরুল ইসলাম, মাফুজুর রহমান খুররম। এ ছাড়া এ সময় অন্যদের মধ্যে সম্মানিত উপদেষ্টা হাসেম মাহমুদ খান, কাজী জাহাঙ্গীর আলাম, কাজী হেলাল আহমদ, রফিউদ্দিন কামাল, শহিদুল হক, গোলাম মোস্তফা, ইঞ্জিনিয়ার আনোয়ারুল হক, তাজু মুসলিম মিয়া, নাসির উদ্দিন সরকার নয়ন, রেজাউল রাব্বানী স্বপন, আবুল হোসেন, কামাল পাশা, মোয়াজ্জেম হোসেন মাসুদ, শামসুজ্জামান, এস এম আ. রউফ, আশরাফুল বাসার, সুরাইয়া আক্তার, গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি সিরাজ উদ্দিন মোর্শেদ, সেলিম রেজা পাঠান, বাহার উদ্দিন খান, সৈয়দ এম কে ও এম এ হাকিম খান, সিনিয়র সহসভাপতি রানা মো. আয়াজ, মিল্লাদুল ইসলাম, শাহ মোফাচ্ছের আহমেদ, মো. পারভেজ, রাশেদ আল হাসান, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হেলাল, প্রচার সম্পাদক আল মামুন সরকার, সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুরুল আলম বিটি, আপ্যায়নবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল আজিজ, মহিলাবিষয়ক সম্পাদক সেলিনা আক্তার, কার্যকরী সদস্য আমির হোহেন কামাল, এ কে এম শফিকুল ইসলাম, জালাল উদ্দিন, খলিলুর রহমান কাজল, আক্তার হোসেন, মো. হাবিবুর রহমান, শওকত আকবর কিশোর, সবুর আহমেদ, দেওয়ান মো. হাসান, এইচ এম ইকবাল, কসবা সোসাইটির সভাপতি মোস্তফা কামাল ইমাম, সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন, সাইফুল আলন, মো. নাছির প্রমুখ।
ইফতার-পূর্ব দোয়া মাহফিলে প্রবাসে ও দেশে সকল ব্রাহ্মণবাড়িয়াবাসী এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
এসআর/জেআইএম