মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইফতার

স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসী বাংলাদেশি পরিচালনাধীন দুটি মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রায় সহাস্রাধিক রোজাদারকে ইফতার করানো হয়।
শনিবার (৩০ এপ্রিল) স্পেনে অবস্থিত বায়তুল মোকাররম মসজিদ ও আল হুদা মসজিদে এ ইফতারের আয়োজন করা হয়েছে।
স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সারওয়ার মাহমুদ বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদে উপস্থিত হয়ে ইফতার মাহফিলে আগত অতিথিদের অভ্যর্থনা জানান। এসময় উপস্থিত ছিলেন মিশন উপ-প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল, কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ, দূতাবাসের কউন্সিলর দীন মো. ইনামুল হক, বায়তুল মোকাররম মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহী, কমিউনিটি নেতা নূর হোসেন পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা জাহিদুর রহমান দিদার ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীরা এ ইফতার মাহফিলে অংশ নেন।
রোজাদারদের উদ্দেশে রাষ্ট্রদূত বলেন, দূতাবাসের পক্ষ থেকে আমরা এবছর প্রথম ইফতারের আয়োজন করেছি। মূলত সবার সঙ্গে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখতেই আমাদের এ আয়োজন। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
এসময় পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে প্রবাসে দেশের সুনাম অক্ষুণ্ন রেখে সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান তিনি।
ইফতারের আগে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার।
স্পেনের মাদ্রিদে প্রবাসী বাংলাদেশি পরিচালনাধীন দুটি মসজিদসহ মোট ৮টি মসজিদে রমজানে মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়। সবার জন্য উন্মুক্ত থাকে এ ইফতার আয়োজন। প্রতি বছরের মতো এ বছরও মসজিদগুলোতে নিয়মিতভাবে ইফতারের আয়োজন করা হচ্ছে। মসজিদ কমিটির পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক সমিতি ও ব্যবসায়ীসহ ব্যক্তিগতভাবেও অনেক প্রবাসীরা ইফতারের ব্যবস্থা করেন।
এমআইএইচ/জেআইএম