করোনায় লেবাননে বাংলাদেশি নারীর মৃত্যু

বাবু সাহা
বাবু সাহা বাবু সাহা
প্রকাশিত: ০২:২০ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২১

লেবাননে প্রাণঘাতী করোনায় এক বাংলাদেশি নারীকর্মী প্রাণ হারিয়েছেন। বুধবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরে বাবদা জেলার হাদাত এলাকায় নিজ কক্ষে রুবি আক্তার নামের ওই বাংলাদেশির মৃত্যু হয়। তার মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

জানা গেছে, রুবি বেগম আট বছর আগে গৃহকর্মীর ভিসায় লেবাননে আসেন। বাবদা জেলার হাদাত এলাকায় থাকতেন তিনি। এক সপ্তাহ ধরে তিনি প্রচণ্ড শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন। সোমবার (১ ফেব্রুয়ারি) স্থানীয় একটি হাসপাতালে পরীক্ষা করলে তার করোনা পজিটিভ আসে। এর একদিন পরই তিনি নিজ কক্ষে মৃত্যুবরণ করেন তিনি। পরে স্থানীয় পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য নিজেদের হেফাজতে নিয়ে যায়।

দুই সন্তানের জননী রুবি বেগমের বাড়ি পঞ্চগড় জেলার দিঘীগঞ্জ উপজেলার মাটিয়াপাড়া গ্রামে। স্বামীর নাম হোসেন খান।

লেবাননে প্রতিদিনই অস্বাভাবিক হারে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১১ জন বাংলাদেশিসহ তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]