দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে আল আমিন (১৭) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। ১০ সেপ্টেম্বর দেশটির ক্রিস্টিয়ানা শহরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তাকে মারধর ও এক পর্যায়ে গুলি করা হয়।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আল-আমিন বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর (দশদল) গ্রামের মোবারক আলীর ছেলে। মাত্র তিন মাস দশ দিন আগে দক্ষিণ আফ্রিকাপ্রবাসী বড় ভাই সুমন আহমদ আল আমিনকে আফ্রিকায় নেন। সেখানে ক্রিস্টিয়ানা শহরের একটি মুদির দোকানে তাকে চাকরি দেন। আফ্রিকায় সুমনের নিজেরও একটি দোকান রয়েছে।
জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের মামা বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি কামাল মুন্না। তিনি জানান, মরদেহ দেশে আনতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
সাংবাদিক কামাল মুন্না জানান, দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে আল আমিন ৬ষ্ঠ। দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে বিশ্বনাথে তার কম্পিউটারের দোকান চালাতেন ভাগ্নে আল আমিন। ভালো একটা ছেলে ছিল সে। তাকে অকালে হারিয়ে পরিবারসহ গ্রামের লোকজন শোকে বাকরুদ্ধ। এমন নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।
ছামির মাহমুদ/এমআরএম/এএসএম