জার্মানির বার্লিনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৮ অক্টোবর) বার্লিনের স্থানীয় এক হলে যুবদল জার্মানি শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জার্মান বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জার্মানি যুবদলের নেতা আনহার মিয়ার সভাপতিত্বে এবং যুবদল নেতা আব্দুল আব্দুল হান্নান রুহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া। বাংলাদেশ সফরে থাকায় টেলিকনফারেন্সে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জার্মান বিএনপির সাধারণ সম্পাদক গণি সরকার ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান।
- আরও পড়ুন
মালয়েশিয়ায় হাইকমিশনের সিরিজ বৈঠক, নতুন সুযোগের সম্ভাবনা
রোমানিয়া থেকে ৯ মাসে ২৬৮ বাংলাদেশিকে দেশে ফেরত
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জার্মান বিএনপির সহ-সভাপতি অপু চৌধুরী, বার্লিন বিএনপি সভাপতি জসিম শিকদার, জার্মান বিএনপির আন্তর্জাতিক সম্পাদক শরিয়ত খাঁন মিঠু, প্রচার সম্পাদক শাহ আলম, বার্লিন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল বেপারিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী করার লক্ষ্যে জার্মান বিএনপি এবং জার্মান যুবদলের নেতাকর্মীরা বদ্ধপরিকর। এছাড়াও আলোচনা বক্তারা জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জার্মান যুবদল নেতা একরাম, রেদওয়ান, তারেক, শহীদ, সুমন, তানজিল, বেলাল, জনি, আরিফ প্রমুখ।
কেএসআর/