‘বুয়েটের কেউই ভাইয়াকে এতো সহজে ভুলবে না’
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে খুন হওয়া আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বুয়েটে ভর্তি হয়েছেন। ভর্তি হতে গিয়ে বুয়েটের দেয়ালে বড় ভাই আবরার ফাহাদের গ্রাফিতি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।
রোববার (৩১ জুলাই) দিনগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন ফাইয়াজ।
জাগো নিউজের পাঠকদের জন্য আবরার ফাইয়াজের ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো-
‘ভাইয়ার জিনিসপত্র বুয়েটের হল থেকে নিয়ে আসার পরে আমি আর বুয়েট ক্যাম্পাসে গিয়েছিলাম তিনবার। তিন দিনই পরীক্ষা ছিল। সেদিনগুলোতে একরকম কোনো দিকে না তাকিয়েই পরীক্ষার রুমে চলে যেতাম।’
ফাইয়াজ লেখেন, ‘ভাইয়ার মারা যাওয়ার অনেক দিন হয়ে গেছে। ভাইয়ার বেডেও এখন অন্য কেউ থাকে। আগে যেই ব্যানার-ফেস্টুন গুলো ছিল, সেগুলোও এতদিন আর থাকার কথা না। তাই যেদিন ভর্তি হতে যাবো, ভাইয়ার কোনো চিহ্ন দেখতে পাবো এমন আশা খুব একটা ছিল না। যদিও বুয়েটের কেউই ভাইয়াকে এতো সহজে ভুলবে না এটা জানি। কিন্তু সময়ের সঙ্গেও তো অনেক কিছু মুছে যায়!’
তিনি আরও লেখেন, ‘কিন্তু যেইমাত্র সিএনজি থেকে নামলাম, ঠিক সামনেই এই গ্রাফিতিগুলো। এরকম আরও আছে হয়তো অনেক জায়গাতেই। অবাক হয়েছিলাম, তবে অনেক ভালোও লাগছিল অবশ্য।’
কেএসআর/