চ্যাম্পিয়ন্স ট্রফির দর্শকদের জন্য বিনামূল্যে ইফতারের ব্যবস্থা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির দর্শকদের জন্য গ্যালারিতে বিনামূল্যে ইফতারের ব্যবস্থা করছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। রমজান মাসে ইফতার নিয়ে ধর্মপ্রাণ মুসলিমদের যেন চিন্তা করতে না হয়, সেজন্য এমন উদ্যোগ নিয়েছে ইসিবি।

গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ ঘোষণা দিয়েছে সংস্থাটি।

পোস্টে ইসিবি লিখেছে, ‘রমজান মাসের প্রকৃত মূল্যবোধকে ধারণ করে এমিরেটস ক্রিকেট বোর্ড ঘোষণা করছে যে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫- এর বাকি ম্যাচগুলোর জন্য রোজাদার দর্শকদের মাঝে বিনামূল্যে বিশেষ ইফতার বক্স বিতরণ করা হবে।’

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আর রমজান মাস চলাকালীন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি ম্যাচ নিশ্চিতভাবে অনুষ্ঠিত হবে। এছাড়া ভারত যদি ফাইনালে উঠলে মোট তিনটি ম্যাচ হবে দুবাইয়ে।

আগামী রোববার (২ মার্চ) দুবাইয়ে গ্রুপ ‘এ’- এর খেলায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। দুটি দলই ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে।

ভারত খেলবে প্রথম সেমিফাইনালে। তবে তাদের প্রতিপক্ষ দল এখনো চূড়ান্ত হয়নি। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ মার্চ। আর ভারত ফাইনালে গেলে সেই ম্যাচটিও হবে দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ৯ মার্চ।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।