মাঠে ফিরেই ১৫ ছক্কা, ২৮ বলে সেঞ্চুরি ডি ভিলিয়ার্সের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১০ মার্চ ২০২৫

অস্ত্র জমা দিলেও ট্রেনিং জমা দেইনি-এবি ডি ভিলিয়ার্স এমন কথা বলতেই পারেন। ২০২১ সালে সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন। রোববার ৯ মার্চ আবারও ব্যাট হাতে নামলেন, নেমেই ২৮ বলে বিধ্বংসী সেঞ্চুরি।

সেঞ্চুরিয়ানে কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ম্যাচে টাইটান্স লিজেন্ডসের হয়ে বুল লিজেন্ডসের বিপক্ষে খেলতে নেমেছিলেন ডি ভিলিয়ার্স। ২৮ বলে ১৫ ছক্কায় ১০১ রানের টর্নেডো ইনিংস আসে তার ব্যাট থেকে। গত তিন বছরের মধ্যে এটিই ছিল তার প্রথম ম্যাচ।

ডি ভিলিয়ার্সের ইনিংসে কোনো চারের মার ছিল না। পুরো ইনিংসে ডট খেলেছেন মাত্র দুটি। মজার ব্যাপার হলো, তার ইনিংস স্ট্রাইকরেট ছিল ৩৬০। যা কিনা তার ডাকনাম 'মিস্টার ৩৬০ ডিগ্রি'র সঙ্গে একদম মিলে যায়!

ডি ভিলিয়ার্সের তাণ্ডবে ২০ ওভারে ৭ উইকেটে ২৭৮ রান দাঁড় করায় টাইটান্স। জবাবে ১৪ ওভারে ৮ উইকেটে বুলস ১২৫ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জেতে ডি ভিলিয়ার্সের দল।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।