আমার ওভারেই ম্যাচ ফসকে গেছে, দায় স্বীকার মিরাজের

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক সিলেট থেকে
প্রকাশিত: ১১:২১ এএম, ০৩ জানুয়ারি ২০২৬

ব্যাটাররা বড় পুঁজি এনে দিতে না পারলেও বোলাররা দুর্দান্ত লড়াই করছিলেন। শেষ দিকে জয়ের সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু অধিনায়ক মেহেদী হাসান মিরাজের এক ওভারই সিলেটকে ম্যাচ থেকে ছিটকে দেয়। সহজ জয় পায় রংপুর রাইডার্স। ম্যাচ শেষ মিরাজ স্বীকারও করেন সিলেট তার ওভারেই ম্যাচ থেকে ছিটকে গেছে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সকে ৬ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। শেষ ৫ ওভারে রংপুরের জয়ের জন্য দরকার ৪৯ রান। ১৬তম ওভারটা করতে আসেন সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম দুই বলে তিনি দেন ১ রান। পরের ৪ বলেই বাউন্ডারি মারেন মাহমুদউল্লাহ, যার মধ্যে ৩টি চার আর ১টি ছক্কা। মিরাজ সেই ওভারে ১৯ রান দেওয়ার পর কাজটা সহজ হয়ে যায় রংপুরের জন্য। মাহমুদউল্লাহর ১৬ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংসে ওপর ভর করে ৭ বল হাতে রেখেই জয় পায় রংপুর।

ম্যাচ হারের দায় পরে নিজের কাঁধে তুলে নিয়ে মিরাজ বলেন, ‘১৫ ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। শেষ ৫ ওভারে ৫০ রান (আসলে ৪৯ রান দরকার) ছিল। কিন্তু আমার একটা ওভারে মার খেয়ে গিয়েছি। ওখানে ম্যাচটা আমাদের হাত থেকে সরে গেছে।’

আফগান পেসার আজমতউল্লাহ ওমরজাই চোট পাওয়াতে আর বাঁহাতি খুশদিল স্ট্রাইকে থাকায় বোলিংয়ে গিয়েছিলেন মিরাজ। তিনি বলে ‘ওমরজাইয়ের গ্রোয়েনে একটু টান লেগেছে। এর জন্য ও মাঠ থেকে উঠে গিয়েছে। বোলিং করতে পারেনি। আর যেহেতু ওদের বাঁহাতি ব্যাটসম্যান ছিল খুশদিল, আমরা চেষ্টা করছিলাম ওকে যদি আউট করতে পারি, সে জন্য আমার ওই ওভারটায় আসা।’

মিরাজ কৃতিত্ব দিয়েছেন রংপুরের জয়ে বড় ভূমিকা রাখা মাহমুদউল্লাহকেও, ‘রিয়াদ ভাই ভালো ব্যাটিং করেছেন এবং সত্যি কথা বলতে উনি খুব ভালো একটা সুযোগ নিয়েছেন এবং ওই ওভারে তিনি সফলও হয়েছেন। আমি যদি আরেকটু ভালো বল করতে পারতাম, তাহলে ভালো হতো। তারপরও রিয়াদ ভাইকে কৃতিত্ব দিতে হবে। কারণ, উনি ওই ওভারে যেভাবে সুযোগ নিয়েছেন এবং সেটা উনি সফলও হয়েছেন।’

এসকেডি/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।