নিউজিল্যান্ড দলে সুযোগ পেলেন হংকংয়ের ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৩১ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৮

মার্ক সিনক্লেয়ার চাপম্যান। ২৩ বছর বয়সী হংকংয়ের ক্রিকেটার। জন্ম তার হংকংয়েই। খেলেছেন হংকং জাতীয় ক্রিকেট দলের হয়ে। ২টি ওয়ানডে এবং ১৯টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন তিনি এশিয়ার ছোট্ট অথচ উন্নত রাষ্ট্রটির হয়ে; কিন্তু চাপম্যানের শরীরে যে বইছিল নিউজিল্যান্ডের রক্ত! কারণ জন্মসূত্রে তিনি হংকংয়ের নাগরিক হলেও তার বাবার বাড়ি নিউজিল্যান্ডে।

সুতরাং, বাবার সূত্রধরে খেলা শুরু করলেন নিউজিল্যান্ডে গিয়ে। খেললেন সুপার স্ম্যাশ কাপ কিংবা দ্য ফোর্ড ট্রফিতে। ধীরে ধীরে হংকংয়ের জাতীয়তা ছেড়ে চাপম্যান হয়ে গেলেন পুরোপুরি ব্ল্যাক ক্যাপ্স। শুধু তাই নয়, অবশেষে অপেক্ষার অবসান ঘটলো তার। বাম হাতি এই ব্যাটসম্যান এবং মিনি অলরাউন্ডারকে ডেকে নেয়া হলো নিউজিল্যান্ড জাতীয় দলেও।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে ডেকে নেয়া হয়েছে হংকংয়ে জন্ম নেয়া এই ক্রিকেটারকে। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে কিউইরা। এ কারণেই মূলতঃ তারা সিরিজের পরের ম্যাচগুলোর জন্য নতুন করে দল ঘোষণা করেছে।

এই দলে মার্ক চাপম্যান সুযোগ পেয়েছেন টম ব্রুসের জায়গায়। সুপার স্ম্যাশ ক্রিকেটে অকল্যান্ডের হয়ে ১৭১.৫০ স্ট্রাইকরেটে ৩০৭ রান করেছেন তিনি। একই সঙ্গে দ্য ফোর্ড ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহকারীও তিনি। করেছেন ৪৩৩ রান। সুতরাং, ত্রিদেশীয় সিরিজে ডাক পাওয়ার জন্য এটাই হয়ে গেলো চাপম্যানের মূল মানদণ্ড।

চাপম্যানের সঙ্গে সুযোগ পেয়েছেন টিম সেইফার্টও। ২৩ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে দারুণ সফল। এ কারণেই কিউইদের নতুন দলে সুযোগ পেয়ে গেলেন তিনি। টম ব্লান্ডেলের পরিবর্তে উইকেরক্ষকের ভূমিকা পালন করবেন তিনি।

মার্ক চাপম্যানকে দলে নেয়ার কারণ হিসেবে নিউজিল্যান্ড দলের নির্বাচক গ্যাভিন লারসন বলেন, ‘মার্ক কয়েকটা মৌসুম ধরেই ধারাবাহিকভাবে দুর্দান্ত খেলে যাচ্ছে। যে কারণে সে সাম্প্রতিক সময়ে নিজেকে অন্য লেভেলে নিয়ে যেতে সক্ষম হয়েছে। চারদিকে আক্রমণাত্মক খেলার সামর্থ্যও রয়েছে তার। ঘরোয়া ক্রিকেটে তাকে খুব কাছ থেকে দেখেছি আমরা। এ কারণেই তাকে দলে ডেকে নেয়া হয়েছে।’

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড
কেনে উইলিয়ামস (অধিনায়ক), ট্রেন্ডট বোল্ট, মার্ক চাপম্যান, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, আনারু কিচেন, কলিন মুনরো, মিচেল সান্তনার, ইশ শোধি, টিম সাউদি, টিম সেইফার্ট (উইকেট), রস টেলর, বেন হুইলার।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।