যখনই নেটে যাচ্ছি, চেষ্টা করছি আউট না হতে : সাইফ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২০

খেলেছেন একটিমাত্র ম্যাচ, টেস্ট ক্যারিয়ার সবে শুরু। ২১ বছর বয়সী সাইফ হাসানের এখন শেখার সময়। তবে বয়স কম হলেও মাঠে ভালো করতে ভীষণ আত্মপ্রত্যয়ী এই তরুণ।

২২ ফেব্রুয়ারি থেকে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু বাংলাদেশের। যেখানে তামিম ইকবালের সঙ্গী হিসেবে দেখা যাবে সাইফকেই। আর এই টেস্টের আগে নিজেকে নেটে ভালোভাবে প্রস্তুত করছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

দলের প্রস্তুতি নিয়ে সাইফ জানালেন, ‘প্রস্তুতি খুব ভালো আমাদের। দুই দিন ধরে আমরা অনুশীলন করছি। সবাই যার যার মতো প্রস্তুত হচ্ছি। যে যেখানে খেলতে গিয়েছিল যার যার মতো প্রস্তুত হচ্ছে। আশা করি ভালো কিছু হবে।’

সাইফের ক্যারিয়ারের শুরুটা স্বপ্নময় হয়নি। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসে আটকে যান ১৬ রানেই। তবে দ্বিতীয় ইনিংসে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে সাইফকে। নাসিম শাহ'র আচমকা নিচু হয়ে যাওয়া এক ডেলিভারিতে বোল্ড না হলে ইনিংসটা বড় হতে পারতো।

সেই ভুল থেকে শিক্ষা নেয়ার চেষ্টা করছেন জানিয়ে সাইফ বলেন, ‘যখনই নেটে যাচ্ছি চেষ্টা করছি আউট না হওয়ার। যত বেশি খেলা যায়। সেশন বাই সেশন খেলা যায় এটা তো মাথায় থাকেই। প্রস্তুতি ওভাবেই হচ্ছে। নতুন বল যখন খেলছি চেষ্টা করছি যাতে উইকেট না পড়ে। এটা যদি মাঠে প্রয়োগ করতে পারি আশা করি ভালো কিছু হবে।’

দলের পরিকল্পনা নিয়ে ডানহাতি এই ব্যাটসম্যান বলেন, ‘শেষ টেস্ট হারের পর আমরা সবাই বসেছিলাম। তো ওখানে আমরা সবাই নতুন করে শুরু করার চেষ্টা করছি, পরিকল্পনা করার চেষ্টা করছি কীভাবে আরও ভালো করা যায়। ছোট ছোট জিনিস থেকে আমরা শুরু করতে যাচ্ছি। আশা করি সামনের টেস্ট থেকে এটা শুরু হবে। ভালো একটা ফলাফল সামনে পেতে থাকব আশা করি।’

আগের দুই সিরিজে প্রতিপক্ষ ছিল কঠিন। ভারত আর পাকিস্তানের বিপক্ষে নাকাল হওয়ার পর এবার সামনে জিম্বাবুয়ে। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে কি সহজেই জয়ের ধারায় ফিরবে টাইগাররা?

সাইফ অবশ্য প্রতিপক্ষকে ছোট করে দেখার পক্ষপাতী নন। তিনি বলেন, ‘আসলে কোনো দলকেই ছোট করে নেয়ার কিছু নেই। কিন্তু যদি আমরা প্রক্রিয়ায় ঠিক থাকি, বেশ ভালো কিছু হবে। তেমন ছোট করে নেয়ার কিছু নেই কোনো দলকে।’

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।