করোনামুক্ত হাবিবুল বাশার মাঠে যেতে মুখিয়ে আছেন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৬ নভেম্বর ২০২০

বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ দেখতে প্রথম দিন মাঠে আসা হয়নি তার। কি করে হবে? এ আসর শুরুর আগে থেকেই যে তিনি করোনা আক্রান্ত! তবে স্বস্তির খবর, অবশেষে করোনামুক্ত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান নির্বাচক হাবিবুল বাশার।

গত ৯ নভেম্বর করোনার উপসর্গ টের পান জাতীয় দলের এ নির্বাচক। ১১ নভেম্বর করোনা টেস্টে কোভিড-১৯ পজিটিভ হবার পর তীব্র জ্বরে ৬ দিন হাসপাতালেও থাকতে হয়েছে জাতীয় দলের এ সাবেক অধিনায়ককে।

১৫-১৬ দিন পর অবশেষে সুস্থ হলেন হাবিবুল বাশার। গত পরশু, ২৪ নভেম্বর কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হয়েছে তার।

আজ সকালে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, ‘নির্বাচক হাবিবুল বাশার এখন করোনামুক্ত এবং ফ্রি ম্যুভ করতে পারেন।’

এদিকে জাগো নিউজের সাথে আলাপে হাবিবুল বাশার বলেন, ‘গত পরশু (মঙ্গলবার) নেগেটিভ হয়েছে আমার। এখন পুরোপুরি সুস্থ অনুভব করছি।’

তবে আজ ২৬ নভেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি আসরের খেলা দেখতে যাবেন না সুমন। তিনি বলেন, ‘হ্যাঁ, এখন আমি করোনামুক্ত। তবে হয়ত আজ মাঠে যাব না। বৃহস্পতিবার চিকিৎসকের সাথে অ্যাপয়েনমেন্ট আছে। তারপর হয়ত মাঠে যাওয়ার আশা রাখি।’

এআরবি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।