আফিফের ব্যাটিং ঝড়ে হেরে গেলেন মোসাদ্দেকরা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ৩০ জানুয়ারি ২০২১

দুই দলেই আছে বাংলাদেশি ক্রিকেটার। টি-টেন লিগে দুর্দান্ত এক লড়াইয়ের অপেক্ষায়ই ছিলেন টাইগার ক্রিকেট ভক্তরা। সেই লড়াইয়ে হারলেন মোসাদ্দেকরা, আফিফ হোসেন ধ্রুবর দল।

মোসাদ্দেক হোসেন মারাঠা অ্যারাবিয়ান্সের অধিনায়ক। এই দলে আছেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার-সোহাগ গাজী আর মুক্তার আলি। প্রতিপক্ষ দল বাংলা টাইগার্সে বাংলাদেশের আফিফ হোসেন ধ্রুব। মারাঠা অ্যারিয়ান্সে বিপক্ষে ৬ উইকেট আর ২ ওভার হাতে রেখে সহজেই জিতেছে বাংলা টাইগার্স।

আবুধাবিতে আজ (শনিবার) মোসাদ্দেক, সোহাগ গাজীরা ব্যাটিং করার সুযোগ পাননি। দুই ওপেনার মোহাম্মদ হাফিজ আর আবদুল শাকিরই যে পুরো ১০ ওভার খেলে দিয়েছেন মারাঠার হয়ে।

পাকিস্তানের হাফিজ ৩০ বলে ৭ চার আর ৩ ছক্কায় খেলেন হার না মানা ৬১ রানের ইনিংস। আরব আমিরাতের ওপেনার শাকির ৩০ বলে করেন অপরাজিত ৩৪ রান। মারাঠা নির্ধারিত ১০ ওভারে পায় বিনা উইকেটে ১০৩ রানের সংগ্রহ।

জবাব দিতে নেমে দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার আর জনসন চার্লসের উদ্বোধনী জুটিতে ৩ ওভারে ৩৩ রান তুলে বাংলা টাইগার্স। বেশি মারমুখী ছিলেন চার্লস। তার উইকেটটি নেন বাংলাদেশি পেসার মুক্তার আলি। ১১ বলে ২টি করে চার-ছক্কায় চার্লস করেন ২৩ রান।

আরেক ওপেনারকেও ফিরিয়েছেন বাংলাদেশি বোলার-অফস্পিনার সোহাগ গাজী। ১৬ বলে ২টি করে চার-ছক্কায় ৩১ রান করে গাজীকে তুলে মারতে গিয়ে পয়েন্ট অঞ্চলে ক্যাচ হয়েছেন আন্দ্রে ফ্লেচার।

এরপর দলকে জেতানোর দায়িত্ব কাঁধে তুলে নেন টাইগার অলরাউন্ডার আফিফ হোসেন আর আরব আমিরাতের চিরাগ সুরি। এর মধ্যে আফিফের ব্যাটেই ছিল বেশি ধার। ১০ বলে ১ চার আর ২ ছক্কায় ২২ রান করেন আফিফ, দল তখন জয় থেকে মাত্র ১৩ রান দূরে।

৫ রান বাকি থাকতে অষ্টম ওভারের তৃতীয় বলে রানআউট হন চিরাগ সুরিও (৭ বলে ১৯)। তবে ওই ওভারেই চার মেরে জয় নিশ্চিত করেছেন টম মুরেস। ইংলিশ এই ব্যাটসম্যান ২ বলে ৫ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশি পেসার মুক্তার আলি ১ ওভারে ১৩ রান খরচায় নিয়েছেন ১টি উইকেট। সোহাগ গাজীও এক ওভার হাত ঘুরিয়ে একটি উইকেট পেয়েছেন, তবে দিয়েছেন ১৭ রান।

এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।