বিমানের টিকিট কেটেও ঢাকা ছাড়তে পারলেন না গামিনি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০৮ এপ্রিল ২০২১

নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। এই শ্রীলঙ্কান দেশে যাওয়ার জন্য বিসিবির কাছ থেকে ছুটি নিয়েছিলেন। বিসিবি তার ছুটিও মঞ্জুর করেছিলেন।

কিন্তু কী দুর্ভাগ্য, বিমানের ওঠার আগে যে রুটিন টেস্ট করতে হয়, সেই টেস্ট করতে গিয়ে ডি সিলভা জানতে পারলেন তিনি কোভিড-১৯ পজিটিভ।

বিসিবির কাছ থেকে ছুটি নিয়ে নিজের দেশ শ্রীলঙ্কায় যাওয়ার জন্য বিমানের টিকিটও কেটেছিলেন গামিনি ডি সিলভা। কিন্তু এখন, তার সেই বিমানে আর ওঠা হচ্ছে না। নিয়মানুসারে অন্তত ৭ থেকে ১০দিন আইসোলেশনে থাকতে হবে। কোভিড-১৯ নেগেটিভ না আশা পর্যন্ত আর দেশেও ফেরা হবে না তার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জাগো নিউজকে নিশ্চিত করেছেন গামিনির কোভিড-১৯ পজিটিভ হওয়ার তথ্য। তিনি জানিয়েছেন, গামিনি দেশে যাওয়ার জন্য বিসিবি থেকে ছুটি নিয়েছেন। বিমানের টিকিটও কেটেছেন। ফ্লাইটে ওঠার আগে যে রুটিন টেস্ট করতে হয়, সেটা করতে গিয়েই জানতে পারেন তিনি কোভিড-১৯ পজিটিভ। যদিও তার শরীরে বিন্দুমাত্র উপসর্গ নেই। তিনি জানতেনই না যে করোনা আক্রান্ত।

এআরবি/আইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।