সুযোগ পেলে কাজে লাগাবেন সাইফ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ১৫ এপ্রিল ২০২১

নিউজিল্যান্ড সফরে মূল সিরিজ শুরুর আগে অনেকটা সময় পেয়েছিল বাংলাদেশ দল। শ্রীলঙ্কায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের আগে ওতটা সময় পাওয়া যাবে না। তবে সিরিজের আগে প্রস্তুতিটুকু সর্বোচ্চ কাজে লাগাতে হবে, মনে করেন বাংলাদেশ দলের তরুণ ওপেনার সাইফ হাসান।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে থাকলেও একাদশে সুযোগ হয়নি। তবে প্রস্তুতি থেমে ছিল না, জানালেন সাইফ। তার বিশ্বাস, এবার সুযোগ পেলে ভালো কিছু করতে পারবেন।

শ্রীলঙ্কায় পৌঁছার পর তিনদিন হোম কোয়ারেন্টাইনে ছিল বাংলাদেশ দল। করোনা পরীক্ষায় সবার নেগেটিভ আসায় আজ (বৃহস্পতিবার) থেকে সীমিত পরিসরের অনুশীলন শুরু করতে পেরেছে টাইগাররা। অনুশীলনের পর নিজের ও দলের লক্ষ্য, পরিকল্পনা নিয়ে কথা বলেন সাইফ।

সিরিজের প্রস্তুতির বিষয়ে তার কথা, ‘আমার মনে হয়, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়ও খুব ভালো প্রস্তুতি চলছিল আমাদের। আমরা যারা বাইরে ছিলাম, খুব ভালো প্র্যাকটিস চলছিল। তারপর আমরা আয়ারল্যান্ড অনূর্ধ্ব-২৩ এর বিপক্ষে যখন খেলেছি, ওখানেও একটা ভালো সিরিজ হয়েছে। তারপর এখানে আসার আগে এনসিএলটাও খুব ভালো একটা প্রস্তুতি ছিল আমাদের। সো ওভারল খুব ভালো একটা প্রিপারেশন ছিল। হোপফুলি ঐ পারফরম্যান্সগুলা এখানে কাজে লাগবে।’

জাতীয় দলের হয়ে সর্বশেষ সিরিজে খেলতে না পারলেও প্র্যাকটিস সেশনে ছিলেন। তাই আত্মবিশ্বাসটা উঁচুতেই আছে, জানালেন সাইফ। তিনি বলেন, ‘যদিও ম্যাচ খেলিনি। তবে ন্যাশনাল টিমের সাথে যতদিন ছিলাম, ভালো প্র্যাকটিস সেশন ছিল ব্যাটিং ওয়াইজ, ফিটনেস ওয়াইজ। অলওভার আমার মনে হয়, প্রিপারেশন খুব ভালো। কনফিডেন্সও খুব ভালো আছে। যদি সুযোগ পাই কাজে লাগানোর চেষ্টা করব।’

দুইদিন সীমিত পরিসরের অনুশীলনের পর ১৭-১৮ এপ্রিল হবে নিজেদের মধ্যে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এই ম্যাচে সবার অবস্থা পর্যালোচনা করে ঘোষণা দেয়া হবে টেস্ট সিরিজের মূল স্কোয়াড।২১ এপ্রিল থেকে শুরু হবে প্রথম টেস্ট।

সাইফ মনে করেন, মূল লড়াইয়ের আগে প্র্যাকটিস ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। তিনি বলেন, ‘এটাই আমাদের সুযোগ এখানের আবহাওযার সঙ্গে মানিয়ে নেয়া আর উইকেট কীরকম হতে পারে, এ ম্যাচটা খেলে আমাদের বুঝতে হবে। তােই আমার মনে হয়, ম্যাচের মধ্যে তারপর প্রত্যেকটা প্র্যাকটিস সেশন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।আসলে প্রতিদিনই খুব গুরুত্বপূর্ণ। যত নিজেদের মধ্যে নিয়ে নেয়া যায়, ততই আমাদের জন্য ভালো।’

সাইফ যোগ করেন, ‘ব্যাটসম্যানরা যারা সুযোগ পাবে, যারাই সেট হবে, এখানে ইনিংস বড় করতে হবে। তাহলে একটা স্কোর যদি পাই, ইনশাআল্লাহ্ টিমের জন্যই ভালো হবে।’

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।