করোনাভাইরাসে আক্রান্ত ধোনির মা-বাবা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯ এএম, ২১ এপ্রিল ২০২১

করোনাভাইরাসের নতুন ধাক্কায় বিপর্যস্ত গোটা ভারত। সেই ধাক্কা এবার লাগল ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পরিবারে।

প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ধোনির বাবা পান সিং ও মা দেভাকি দেবি। দুজনকেই রাঁচির পালস সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলায় ব্যস্ত থাকায় বাবা-মায়ের আশপাশে থাকতে পারছেন না ধোনি। উল্টো আজ (বুধবার) রাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামতে হবে তাকে।

২০২০ সালের আইপিএল শেষে পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন ধোনি। আইপিএলের চলতি আসর শুরুর আগে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি তিনি। আইপিএলে অংশ নিতে মার্চের শুরুতে মুম্বাই চলে এসেছেন তিনি।

উল্লেখ্য, ভারতে প্রতিদিনই করোনা শনাক্ত ও ভাইরাসটিতে মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৪১ জন। একই সময়ে মারা গেছে ২০২৩ জন।

এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।