করোনায় ছিটকে গেলেন আর্জেন্টিনার ফরোয়ার্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ১১ নভেম্বর ২০২১

গত মাসের শেষ দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন আর্জেন্টিনার ফরোয়ার্ড নিকোলাস গনজালেজ। তবু তাকে নিয়েই বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

কিন্তু শেষ পর্যন্ত আর নিকোলাস গনজালেজকে পাচ্ছে না আলবিসেলেস্তেরা। এখনও পর্যন্ত করোনা নেগেটিভ হননি গনজালেজ। ফলে তাকে আসন্ন দুই ম্যাচে পাবে আর্জেন্টিনা। দলের টুইটার একাউন্ট থেকে নিশ্চিত করা হয়েছে এ খবর।

গনজালেজের জায়গায় স্কোয়াডে আর কোনো খেলোয়াড়কে নেওয়ার কথা জানায়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তবে মূল একাদশে তার জায়গায় সুযোগ পেতে পারেন হোয়াকিন কোররেয়া।

আগামী ১৩ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায় উরুগুয়ের মাঠে খেলতে নামবে লাতিন আমেরিকা অঞ্চলের বর্তমান চ্যাম্পিয়নরা। পরে ১৭ নভেম্বর ভোর সাড়ে ৫টায় নিজেদের ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে স্বাগত জানাবে আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে সবার ওপরে ব্রাজিল। সমান ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা। উরুগুয়ে খেলেছে ১২ ম্যাচ, ১৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পঞ্চম।

বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াড

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট) এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুস্সো (আটালান্টা)

ডিফেন্ডার: গনজালো মন্টিয়েল (সেভিয়া), নাহুয়েল মোলিনা (উদিনেস), লুকাস মার্টিনেজ কুওয়ার্তা (ফিওরেন্টিনা), জার্মান পেজ্জেইলা (রিয়াল বেটিস), নিকোলাস ওটামেন্দি (বেনফিকা), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লেসান্দ্রো মার্টিনেজ (আয়াক্স), নিকোলাস তালিয়াফিকো (আয়াক্স), গ্যাস্টন অ্যাভিলা (রোজারিও সেন্ট্রাল)

মিডফিল্ডার: মার্কোস আকুনা (সেভিয়া), লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গুইদো রদ্রিগেস (রিয়াল বেটিস), নিকোলাস ডমিঙ্গেজ (বোলোনিয়া), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), এজুকুয়েল পালাসিওস (বেয়ার লেভারকুসেন), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি), থিয়াগো আলমাদা (ভেলেস), ক্রিশ্চিয়ান মেদিনা (বোকা জুনিয়র্স), মাতিয়াস সুল (জুভেন্টাস)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (পিএসজি), হোয়াকিন কোররেয়া (লাজ্জিও), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), অ্যাঞ্জেল কোররেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), পাওলো দিবালা (জুভেন্টাস), হুলিয়ান আলভারেস (রিভার প্লেট), সান্তিয়াগো সিমোন (রিভার প্লেট), এজুকুয়েল সেবায়োস (বোকা জুনিয়র্স), ফেদেরিকো গোমেজ গার্থ (রিভার প্লেট)।

এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।