ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২

ফাইনালে ওঠার শেষ সুযোগ। কে লুফে নিতে পারবে এই সুযোগটা? চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নাকি কুমিল্লা ভিক্টোরিয়ান্স? মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে কোয়ালিফায়ার-২ এর ম্যাচে আজ মুখোমুখি হয়েছে চট্টগ্রাম এবং কুমিল্লা। বিজয়ী দলই ফাইনালে মুখোমুখি হবে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ইমরুল কায়েসের বিপক্ষে টস জিতলেন আফিফ হোসেন ধ্রুব। টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক আফিফ।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একাদশে ফিরে এসেছেন উইল জ্যাক। বাদ দেয়া হয়েছে কেনার লুইসকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সও দুটি পরিবর্তন এনেছে এই ম্যাচে। মহিদুল অঙ্কন এবং নাহিদুল ইসলামের পরিবর্তে একাদশে নেয়া হয়েছে আরিফুল হক এবং আবু হায়দার রনিকে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ

আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), আকবর আলী (উইকেটরক্ষক), বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, উইল জ্যাক, চ্যাডউইক ওয়ালটন, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, জাকির হাসান, মৃতুঞ্জয় চৌধুরী।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ

ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ আরিফুল হক, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, তানভির ইসলাম, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুনিল নারিন, মইন আলি, ফ্যাফ ডু প্লেসি।

এসএএস/আইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।