আইপিএল: মুম্বাইকে হারালেই শীর্ষে কলকাতা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৮ এএম, ০৬ এপ্রিল ২০২২

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে আজ (বুধবার) রয়েছে একটি খেলা। বাংলাদেশ সময় রাত ৮টায় পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হবে টুর্নামেন্টের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স ও দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।

চলতি আসরে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি আইপিএলের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই। দিল্লি ক্যাপিট্যালসের কাছে প্রথম ম্যাচে ৪ উইকেটে হারের পর, দ্বিতীয় ম্যাচে রাজস্থানের রয়্যালসের কাছে তারা হেরেছে ২৩ রানের ব্যবধানে। চেন্নাই ও হায়দরাবাদের মতো তাদের পয়েন্টও শূন্য।

অন্যদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার হাতছানি কলকাতার সামনে। এখন পর্যন্ত তিন ম্যাচের দুইটিতে জিতেছে শাহরুখ খানের দল। চেন্নাইকে হারিয়ে আসর শুরুর পর ব্যাঙ্গালুরুর কাছে হেরেছিল তারা। পরে পাঞ্জাবকে হারিয়ে জয়ে ফেরে কলকাতা। আজ মুম্বাইকে হারালে টেবিলের শীর্ষে উঠে যাবে দলটি।

এই ম্যাচে কলকাতার একাদশে জায়গা করে নিচ্ছেন অস্ট্রেলিয়ান তারকা পেসার প্যাট কামিন্স। তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষে আজকের ম্যাচে খেলতে পারবেন তিনি। অন্যদিকে কবজির চোট কাটিয়ে মুম্বাইয়ের হয়ে মাঠে নামতে পারেন সুর্যকুমার যাদব।

মুম্বাই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), সুর্যকুমার যাদব/আনমলপ্রিত সিং, তিলক ভার্মা, কাইরন পোলার্ড, টিম ডেভিড, ড্যানিয়েল স্যামস, মুরুগান অশ্বিন, টাইমাল মিলস, জয়দেব উনাদকাত/বাসিল থাম্পি ও জাসপ্রিত বুমরাহ।

কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ: ভেংকটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নিতিশ রানা, শেলডন জ্যাকসন (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনিল নারিন, টিম সাউদি, প্যাট কামিন্স, উমেশ যাদব ও ভরুন চক্রবর্তী।

এসএএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।